ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

সব রেকর্ড ভেঙেছে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
সব রেকর্ড ভেঙেছে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট

ঢাকা: অন্যবারের সব রেকর্ড ভেঙেছে সোমবার (সেপ্টেম্বর ২৭) রাতে নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক।

দেশটির একটি জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার হিলারি-ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের অনুষ্ঠানটি দেখেছেন ৮৪ মিলিয়ন (৮ কোটি ৪০ লাখ) জনগণ।

আর এই সংখ্যা ৩৬ বছর পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির একটি জরিপ সংস্থা এমনটিই জানিয়েছে।

নিয়েলসেন নামে ওই প্রতিষ্ঠানটি জানায়, ১৯৮০ সালে জিমি কার্টার ও রোনাল্ড রিগানের মধ্যে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল বিতর্কের অনুষ্ঠানটি দেখেছিল ৮০ দশমিক ৬ মিলিয়ন জনগণ অর্থ্যাৎ ৮ কোটি ছয় লাখ মানুষ। এরপর  আর  কোনো প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন সংখ্যক দর্শক দেখা যায়নি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ১৩টি  টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ইন্টারনেটে লাইভ স্ট্রিমিং এ জনগণ এই বিতর্ক অনুষ্ঠানটি দেখে। তারা প্রায় ৯৮ মিনিটের এই অনুষ্ঠানটির সম্পূর্ণটুকুই দেখেছেন।

এদিকে প্রেসিডেন্সিয়াল ডিবেট বলে অভিহিত টান টান উত্তেজনার এই প্রদর্শনীতে কার্যত হিলারি ক্লিনটনের বাগ্মীতার কাছে পাত্তাই পাননি ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে হিলারির একের পর এক যুক্তির বাণ ঠেকাতে গিয়ে গলদঘর্ম হতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় ভুল ও মিথ্য তথ্য উপস্থাপনের জন্য মাঝে মাঝেই শ্রোতাদের কাছে হাসির খোরাকে পরিণত হন ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।